সালমান শাহর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। চিত্রনায়িকা শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতাকে আত্মহত্যার একটি কারণ হিসেবে তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। যদিও বিষয়টি অস্বীকার করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শাবনূর।
পিবিআই বলেছে, শাবনূরের সঙ্গে প্রেম ছিল সালমানের। শাবনূরকে বিয়ে করে দুই স্ত্রী নিয়ে থাকতে চেয়েছিলেন সালমান। তবে তার স্ত্রী সামিরা হক তাতে রাজি হননি। শাবনূর বিষয়টি অস্বীকার করে বলেছেন, সালমানের সঙ্গে তার ভাইবোনের সম্পর্ক ছিল। প্রেম ছিল না।
এ নিয়ে সালমানের স্ত্রী সামিরা হক বলেছেন, শাবনূরকে তার কৃতকর্মের জন্য ‘সরি’ বলতে হবে। সেটা এখন হোক কিংবা পরে, এই জীবনে কিংবা শেষ বিচারের দিনে।
সালমান-সামিরার বিয়ে হয়েছিল ১৯৯২ সালের ২০ ডিসেম্বর। সামিরা গণমাধ্যমকে জানান, সালমান শাহ ও শাবনূর যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সে কথা সালমান নিজেই তার কাছে স্বীকার করেছিলেন।
৯৬ সালে বাদল খন্দকারের একটি সিনেমার শুটিংয়ে সালমান ও শাবনূর কক্সবাজারে যান। সেখানেই সম্পর্কে জড়ান তাঁরা। ওই বছরের আগস্টে শাবনূরকে নিয়ে সিঙ্গাপুরে যান সালমান। সেখান থেকে ফিরে সালমান নিজেই সামিরাকে বলেন, তিনি একটা অন্যায় করে ফেলেছেন। শাবনূরের সঙ্গে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তাঁকে ব্ল্যাকমেল করা হতে পারে। সামিরা তখনই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন। সালমান শোনেননি। তখন কিছু পত্রপত্রিকায় সালমান শাবনূরকে বিয়ে করতে যাচ্ছেন বলে খবর বেরোয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, সংবাদ সম্মেলন করে সালমানকে ঘোষণা দিতে হয় সামিরা তাঁর স্ত্রী।