শহরের মানুষগুলোকে যে কারণে স্বার্থপর বলেছেন মাহি

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ায় সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সেসব স্ট্যাটাস নিয়ে আলোচনার কমতি নেই। বিয়ে-বিচ্ছেদসহ ব্যক্তি জীবনের অনেক কথাই তিনি ফেসবুকের মাধ্যমে অনুরাগীদের জানান দেন।

গেল শনিবার (২৩ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে মাহি লিখেছেন-

প্রিয়তম,

আমাকে অনেক দূরে তারার শহরে নিয়ে চলোনা…এই শহরের মানুষগুলো অনেক স্বার্থপর। বড্ড বেশি চতুর। তুমি সবার থেকে আলাদা। আমি জানি, আমি তোমাকে কোনদিন ভালো না বাসলেও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আমাকে আগলে রাখবে, সম্মান করবে। নিয়ে চলোনা ।

মাহির সেই পোস্টে তার স্বামী রাকিব সরকার লিখেছেন, ‘চলো’ (সঙ্গে লাভের ইমজি)। তবে শুধু রাকিব নয়, মাহির ভক্তরাও প্রিয় নায়িকার সঙ্গে তাল মিলিয়েছেন। কেউ কেউ তাদের ভালোবাসার কথা জানিয়েছেন।

তবে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি জানান, ‘আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি।

Leave a Reply

Translate »