আইকোনিক ফোকাস ডেস্কঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে তৃপ্তির ঢেকুর তুলে বিশ্রামে বাংলাদেশ দল, তখন ব্যাটে–বলের লড়াই চালিয়ে যেতে চান মুশফিকুর রহিম। বিশ্বকাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজে কিপিংয়ের চাপমুক্ত থাকলেও ব্যাটিংয়ে একেবারেই অনুজ্জ্বল ছিলেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের তকমার সুবিচার করতে পারেননি তিনি। ৫ ম্যাচে মুশফিক করতে পারেন কেবল ৩৯ রান। গড় ১৩.০০, স্ট্রাইক রেট ছিল কেবল ৫২। যেটি মুশফিকের নামের সঙ্গে একেবারেই বেমানান।
এমন বাজে পারফরম্যান্সের পর তাই ছুটির সঙ্গে আপস করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল।
সেখানে মুশফিক খেলবেন একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে। ম্যাচ দুটি ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।