আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই গত বছর আলোচনায় ছিলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বিচ্ছেদ, প্রেম ও তার মা হওয়ার খবরে ভারতের গণমাধ্যমের শিরোনামে সময়টা গেছে নুসরাতের। এসব প্রসঙ্গ ঢেকে দিয়ে গেছে নুসরাতের রাজনৈতিক কর্মকাণ্ড।
তবে এবার সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালনে বেশ মনোযোগী হয়েছেন এ নায়িকা। তিন মাসের ছেলেকে ঘরে রেখে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।
আর সংসদে হাজির হয়েই নুসরাত ঝাঁজালো বক্তব্য দিলেন নুসরাত, যা আলোড়ন ফেলেছে ইতোমধ্যে। ভাইরাল হয়ে গেছে ভারতজুড়ে। সংসদে মোদি সরকারকে প্রশ্ন ছুড়ে দেন নুসরাত, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেন বেসরকারিকরণ করা হচ্ছে?
অধিবেশনে নুসরাত জাহান বলেন, ‘লাভজনক সংস্থাগুলোর ওপরে সরকারের এ সিদ্ধান্ত কেন? বেসরকারিকরণ যদি করতেই হয়, তা হলে আর্থিক ক্ষতির শিকার যেসব সংস্থা, সেগুলোকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন।