রাত জাগার জন্যেও একেবারে প্রস্তুত হয়ে থেকোঃ আনুশকা শর্মা

আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি ও নিক জোনাস মা-বাবা হয়েছেন। সারোগেসির মাধ্যমে তিনি সন্তানের মা হয়েছেন।মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় নানান আলোচনা। আসতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তা।

লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশলসহ অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই তালিকায় যুক্ত হলেন আনুশকা শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট-পত্নী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, দু’জনের জন্যেই রইল শুভেচ্ছা। অনাস্বাদিত আনন্দ ভাগের অভিজ্ঞতা এবং ভালোবাসা তো বটেই, পাশাপাশি রাত জাগার জন্যেও একেবারে প্রস্তুত হয়ে থেকো। আর নতুন সদস্যের জন্যও ভালোবাসা রইল।

Leave a Reply

Translate »