আইকোনিক ফোকাস ডেস্কঃ গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কোমরের ইনজুরিতে পড়েন অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই বিশ্বকাপ শেষ না করেই দেশের বিমান ধরতে হয় তাকে।
সাইফউদ্দিনের কোমরের হাড়ে চিড় ধরেছিল। ওই ইনজুরির কারণে সাইফউদ্দিন খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে বিসিএল, বিপিএলেও। তবে শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএল খেলার ইচ্ছা পোষণ করেছিলেন এই অল-রাউন্ডার।
চোটে পড়ার পর দেশে চিকিৎসা হয়েছে। তাতে কোনো ফলাফল না আসায় এবার ইংল্যান্ডে যাচ্ছেন সাইফউদ্দিন। বৃহস্পতিবার রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে বিমানে চড়বেন তিনি। আজ দুপুরে সাইফউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন সাইফউদ্দিন। কদিন আগেই লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে ফাস্ট বোলার হাসান মাহমুদকে দেখানো হয়েছিল চিকিৎসক ড্যামিয়েন ফাইকে। সাইফউদ্দিনকেও দেখবেন একই চিকিৎসক।