আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মহারাষ্ট্র রাজ্যের বিশিষ্ট এই রাজনীতিবিদের দলের নেতাকর্মীরা।
জানা গেছে, এ পর্যন্ত কেতকী চিতালের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। সরাসরি নাম উল্লেখ না করে শরদ পাওয়ারকে ইঙ্গিত করে কেতকী লিখেছিলেন, ‘নরক আপনার অপেক্ষায়, আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন।’ আর এতেই ঘটে বিপত্তি। গত শনিবার (১৪ মে) মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে মহারাষ্ট্রের আবাসন উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ বলেন, ‘দলের কর্মীরা তাদের নেতা সম্পর্কে এমন ভুল মন্তব্য কখনোই সহ্য করবে না। প্রয়োজনে এনসিপির যুব সংগঠন মহারাষ্ট্রের ১০০ থেকে ২০০ থানায় মামলা দায়ের করবে।