মোস্তাফিজুর রহমানের বাউন্সারে ফিরতি ক্যাচ তুলে দিয়ে ফিরলেন আফগান ব্যাটার রহমত শাহ। ওপেনার সাদিকউল্লাহ আতাল আউট হওয়ার পর ক্রিজে এসে ৮ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। এতে ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারাল হাশমতউল্লাহ শহীদির দল। জয়ের জন্য আরও ১৮২ রান।এর পরে হাশমতউল্লাহ শহিদি ক্রিজে এসে ২১ বলে ৬ রান করে তৃতীয় উইকেট হারায় আফগানরা।
এর আগে অভিষেক ওয়ানডে খেলতে নেমে এই ফরম্যাটে নিজের প্রথম উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। প্রায় ১৪৯ কিলোমিটার গতির এক বলে আফগান ওপেনার সাদিকউল্লাহ আতালের স্টাম্প উড়িয়ে দেন তিনি।
সিরিজ নির্ধারণী ম্যাচে ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি আফগানদের। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং সাদিকউল্লাহ মিলে উদ্বোধনী জুটিতেই ৪১ রান তুলে ফেলেছিলেন। তবে অষ্টম ওভারে নাহিদ রানার সেই গতির তোড় আর ঠেকিয়ে রাখতে পারেননি সাদিকউল্লাহ। তার স্টাম্প গুঁড়িয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন এই পেসার।
সাজঘরে ফেরার আগে ১৪ রান করেছিলেন তরুণ সাদিকউল্লাহ। এবার অভিজ্ঞ রহমত শাহকেও অল্প রানেই হারাল আফগানরা।
এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৯৮ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের ইনিংস দুটিতে চড়ে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে ৩৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের এই তৃতীয় ও শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।