যে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পড়া কমাবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ বছরের অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। এ সমস্যায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পড়া কমাতে পারেন।

মিষ্টি কুমড়ার বীজের তেল
শীতে চুলের রুক্ষতা দূর করতে মিষ্টি কুমড়ার বীজের তেল ব্যবহার করলে চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত ম্যাসাজ করলে চুল পড়া কমে এবং বাড়বে চুলের বৃদ্ধি।

মেথি
চুল মসৃণ ও ঝলমলে করে আয়রন ও প্রোটিন সমৃদ্ধ মেথি। মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান, চাইলে একটি ডিমের কুসুম মিশিয়ে নিতে পারেন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমবে।

আমলকী
চুল পড়া কমাতে আমলকীর হেয়ার প্যাক বেশ কার্যকর। আমলকীর গুঁড়া বিভিন্ন হেয়ার প্যাকে মিশিয়ে ব্যবহার করতে পারেন। নারকেল তেল হালকা গরম করে তাতে আমলকী ছেঁচে দিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন এই তেল।

সবুজ আপেল
চুলের গোড়ায় সবুজ আপেল পেস্ট করে লাগান। ভেষজ শ্যাম্পু দিয়ে আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। ফলটিতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক ও বিভিন্ন ভিটামিন চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। পাশাপাশি খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করবে।

Leave a Reply

Translate »