বিশ্ব ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনায় থাকা না থাকা নিয়ে জল্পনা-কল্পনা ছিলো তার অবসান ঘটলো। করোনা পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে বেতন অর্ধেক কমিয়ে বার্সার সঙ্গে চুক্তি নবায়নের খবর প্রকাশিত হলেও হঠাৎ যেন পরিস্থিতি উল্টে গেল। স্প্যানিশ ক্লাবটি তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজে নিশ্চিত করেছে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন তারকা মেসি।
বার্সেলোনার সাথে মেসির কন্ট্রান্ট শেষ হয়েছে আগেই। কথা ছিল কোপা আমেরিকার শেষ করে এসেই মেসি চুক্তি নবায়ন করবেন। চুক্তি নবায়নে বেতনের ৫০ শতাংশ কমাতেও রাজি ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সবাই নিশ্চিতই ছিলেন মেসির চুক্তির ব্যাপারে। কিন্তু, লা লিগার ফিন্যান্সিয়াল রেসট্রিকশন নিয়ে হচ্ছিল ঝামেলা। বিভিন্নভাবে শেষ পর্যন্ত মেসি-বার্সা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।
ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে মেসির বাবা হোর্হে মেসি বৈঠকও করেছেন বেশ লম্বা সময়। কিন্তু শেষ পর্যন্ত খারাপ খবরই শুনতে হয়েছে বার্সা সমর্থকদের। এদিকে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এখন ফ্রি এজেন্ট, অর্থাৎ চাইলেই এখন বিশ্বের যেকোনো ক্লাবে যোগদান করতে পারেন এলএম টেন।
টানা ৪ বারসহ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৬ বার ব্যালন ডি অ’র জয়ী লিওনেল মেসি ১৩ বছর বয়সে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর বার্সার যুব প্রকল্পে নিজের প্রতিভার প্রমাণ দেখিয়ে ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেক হয় মেসির। লা লিগা কর্তৃপক্ষের আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে চুক্তি নবায়ন না করায় ভালোবাসার ন্যু ক্যাম্প হয়তো ছাড়তে হচ্ছে মেসিকে।