আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। কিন্তু প্রথম ম্যাচে টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, ম্যাচের আগের দিনই এক দফা হাসপাতাল ঘুরে এসেছেন তিনি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের অনুশীলন। দলের অন্যদের সঙ্গেই মাঠে আসেন সাকিব। কিন্তু কিছুটা অস্বস্তিতে ভুগলে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই ফিরে আসেন টাইগার অধিনায়ক।
জানা গেছে, পেশিতে টান পেয়েছেন সাকিব। এ জন্য হাসপাতালে গিয়েছিলেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমে জানিয়েছেন, সাকিব হাসপাতালে স্ক্যান করিয়েছেন। রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে, তিনি খেলবেন কি না।