যে কারণে আইপিএল ছাড়ছেন গেইল

আইকোনিক ফোকাস ডেস্কঃ কোভিডের এই সময়ে জৈব সুরক্ষা বলয়ের কঠিন নিয়মকানুন মানতে মানতে হাঁপিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তার বড় উদাহরণ ক্রিস গেইল। দেশের লিগ সিপিএল, এরপর আইপিএল। টানা দুটি লিগ খেলতে লম্বা সময় ধরে বলয়ে থাকতে হয়েছে গেইলকে।

 

আইপিএলের পরদিনই আবার এক মাসের জন্য বন্ধী হয়ে যেতে হবে টিটোয়েন্টি বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয়ে।

 

টানা এই জৈব সুরক্ষা বলয় থেকে বাঁচতে শেষ পর্যন্ত আইপিএলের দল পাঞ্জাব কিংস ছাড়লেন এই ক্যারিবীয় ওপেনার। আমিরাত পর্বে গেইলের না থাকার কথা বুধবার রাতে এক বিবৃতিতে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে ৪২ বছর বয়সী গেইল ব্যাখ্যা করেন কেন তিনি দল ছেড়েছেন।

 

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল আইপিএলের জন্য গত কয়েক মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। এখন বিশ্বকাপের আগে মানসিকভাবে নিজেকে সতেজ রাখতে চাই। টিটোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।

Leave a Reply

Translate »