আইকোনিক ফোকাস ডেস্কঃ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উৎসবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরবানি হলো গুরুত্বপূর্ণ তাকওয়া সমৃদ্ধ ইবাদত। এবার জেনে নেওয়া যাক যেসব পশু কোরবানি করা যাবে না।
সেগুলো হলো-
১. অন্ধ, রোগা, পঙ্গু এবং আহত পশু।
২. যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবাতে পারে না।
৩. যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে এবং এর ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যে পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই উঠেনি সেসব পশু কোরবানি করা জায়েজ।
৪. অর্ধেকের বেশি লেজ বা কান কাটা।
৫. যে পশুর জন্মগতভাবে কান নেই।
৬. যে পশুর স্তন কাটা বা জখম হওয়ার কারণে বাচ্চাকে দুধ পান করাতে পারে না।
৭. জেনেশুনে চুরিকৃত পশু ক্রয় করা এবং তা কোরবানি করা জায়েজ নয়।
৮. যে পশুর জিহ্বা এতটা কাটা যে, ঘাস-খড়-পাতা খেতে পারে না।
৯. গর্ভবতী পশু কোরবানি করা মাকরুহ।