ম্যানসিটির মুখের খাবার কেড়ে নিল ম্যানইউ!

জুভেন্টাস ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি নিশ্চিত করে দিয়েছেন এই খবর। তবে রোনালদোর দলবদন নিয়ে চরম নাটকীয়তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে।

গতকাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিই রোনালদোর পরবর্তী ক্লাব হবে বলে শোনা গেলেও আজ সেখানে দারুণ নাটক। শেষ পর্যন্ত খবর, ম্যান সিটি আর রোনালদোকে কিনছে না। বিবিসি, ম্যানচেস্টার ইভনিং নিউজসহ অনেক সংবাদমাধ্যম নিশ্চিত করে জানাচ্ছে, সিটি-রোনালদো আলোচনা আর এগোচ্ছে না।

এখন দৌড়ে আছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই। তাহলে কি যে ক্লাবের হয়ে তারকা হয়ে ওঠার শুরু, ৩৬ বছর বয়সে সেই ইউনাইটেডেই ফিরছেন পর্তুগিজ ফরোয়ার্ড? আরও কোনো নাটক না দেখলে তা-ই হয়তো হতে যাচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার এক কথায়ই যেন দলবদলের বাজারের সব শিরোনাম বদলে গেল! রোনালদোর সিটিতে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্নে সুলশার বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সব সময়ই দারুণ সম্পর্ক ছিল, যোগাযোগও ছিল। ব্রুনো (ফার্নান্দেজ) রোনালদোর সঙ্গে কথা বলে চলেছে, ও (রোনালদো) জানে আমরা ওর ব্যাপারে কী ভাবছি। ও যদি জুভেন্টাস ছাড়তেই চায়, ও জানে আমরা আছি।’

সুলশারের সরাসরিই ইঙ্গিতেই গুঞ্জনের শুরু, রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জনের মধ্যেও এতদিন আশ্চর্যরকম নিশ্চুপ ইউনাইটেড তাহলে অবশেষে নামছে রোনালদোকে পাওয়ার দৌড়ে! এর মধ্যে সিটি কোচ গার্দিওলার সংবাদ সম্মেলনের পর রোনালদোর ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন আরও বাড়ল। গার্দিওলা বললেন, ‘এখনো (সিটি রোনালদোর চুক্তিতে) অনেক কিছু আছে যেগুলো সমঝোতা থেকে অনেক দূরে।’

গতকাল থেকেই খবর আসছিল, রোনালদোকে পেতে কত খরচ করতে হবে, এ নিয়ে জুভেন্টাস-সিটির মিলছিল না। সিটি চাইছিল জুভেন্টাসে চুক্তির এক বছর বাকি থাকা রোনালদোকে বিনামূল্যে পেতে। জুভেন্টাসের চাওয়া ছিল আড়াই থেকে তিন কোটি ইউরো।

টাকা না হলে খেলোয়াড়ের অদলবদল হবে? সেখানেও প্রস্তাবে মিলছিল না। জুভেন্টাস রোনালদোর বদলে সিটি থেকে গাব্রিয়েল জেসুসকে চাইছিল, কিন্তু গার্দিওলা জেসুসকে ছাড়তে রাজি নন। রাহিম স্টার্লিং বা বের্নার্দো সিলভাকে ছাড়তে তার আপত্তি থাকত না। যদি তাই-ই ঘটে তাহলে বলাই যায় ম্যানসিটির একপ্রকার মুখের খাবার কেড়ে নিল রোনালদোর পুরোনো ক্লাব।

Leave a Reply

Translate »