পপসম্রাজ্ঞী ম্যাডোনার বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ার উঠে আসবে বড় পর্দায়। ৬২ বছর বয়সী এই আমেরিকান তারকা নিজেই নিজের বায়োপিক তৈরির ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি এ নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ইউনিভার্সেল পিকচার্সের সঙ্গে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছেন, পরিচালনার পাশাপাশি নিজের বায়োপিকের জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডির সঙ্গে সহকারী লেখক হিসেবে থাকছেন ম্যাডোনা।
ধারণা করা হচ্ছে, ম্যাডোনার জীবননির্ভর সিনেমার গল্পে তার নিউইয়র্কের সেই বস্তি থেকে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে উঠার চিত্র উঠে আসবে।
ম্যাডোনা বলেন, সিনেমাটিতে সংগীতের ওপর বেশি ফোকাস থাকবে। সংগীত আমায় চালিয়ে রেখেছে এবং শিল্প বাঁচিয়ে রেখেছে।
মার্কিন এই তারকা বলেছেন, অনেক অব্যক্ত এবং অনুপ্রেরণামূলক গল্প রয়েছে এবং এটি আমার চেয়ে কে বেশি ভালো বলার আছে।
এ ছাড়া ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ম্যাডোনা বলেন, বায়োপিকে একজন শিল্পী হিসেবে তার পুরুষ শাসিত বিশ্বে টিকে থাকার সংগ্রামের গল্প থাকবে।
তবে তবে এতে তিনি অভিনয় করবেন না। ম্যাডোনা চরিত্রে কে থাকছেন এখন পর্যন্ত খোলাসা করে কিছু জানা যায়নি।
সূত্র : বিবিসি, গার্ডিয়ান