আইকোনিক ফোকাস ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের। এর আগে তিন ফরম্যাট মিলে ৩৩টি ম্যাচে জয় না পাওয়া টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে হারের বৃত্ত ভেঙেছে অবশেষে। মাউন্ট মঙ্গানুইতে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর ক্রিকেটাররা সুখবর পেলেন ক্রিকেট বোর্ড থেকেও। আন্তর্জাতিক ম্যাচ জিতলে এমনিতেই বোনাস পান দলে থাকা ক্রিকেটাররা। এবার পাচ্ছেন বাড়তি বোনাস।
জয়ের পর মিরপুর শের-ই-বাংলা ঐতিহাসিক এই জয়ের প্রতিক্রিয়া জানাতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গিয়ে বিষয়টি বলেন, ‘আমাদের প্রেসিন্ডেন্ট ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলেছেন, সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, উইনিং বোনাস তারা পাবে। দিস ইজ ন্যাচারাল, খেললে স্বাভাবিকভাবে তারা উইনিং বোনাস পাবে। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কি না সেটা আমরা সিরিজটা শেষে আলাপ-আলোচনা করব।’
নিউজিল্যান্ডকে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উঠে এসেছে পাঁচ নম্বরে। জালাল ইউনুস মনে করেন অবিস্মরণীয় এই জয় বিধ্বস্ত বাংলাদেশ দলকে প্রেরণা জোগাবে ঘুরে দাড়াতে।