আইকোনিক ফোকাস ডেস্কঃ মুম্বাই বিমানবন্দরে বলিউড নায়িকা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পথ আটকে দেওয়া হয়েছে। ইডি (অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র নোটিসের পরেই এই ঘটনা ঘটল। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে জ্যাকলিনের বিদেশ যাওয়া আটকে দিয়েছে পুলিশ। তদন্ত চলাকালিন তিনি দেশের বাইরে যেতে পারছেন না। জিজ্ঞাসাবাদ চলছে।
প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল।
সেই মামলায় গ্রেপ্তার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।