আইকোনিক ফোকাস ডেস্কঃ দেশব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার (১৩ অক্টোবর) সিনেমাটি মুক্তি পায়। এতে ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
তবে সিনেমাটির মুক্তি দিন কিংবা প্রিমিয়ারে অংশ নিতে পারেননি তিনি। কারণ, তিশা ছিলেন ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার অনুষ্ঠানে।
ইতোমধ্যেই গুণি এই অভিনেত্রী দেশে ফিরেছেন। আর ফিরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তার অনুভূতির কথা।
আরও পড়ুনঃ নায়িকার কথা ভেবে পুরুষরা অনেক কিছুই করে
তিনি লেখেন, মাত্র দেশে আসলাম। ফোন অন করে সবার এতো এতো ম্যাসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে। আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে। সবাইকে দেখার আমন্ত্রণ। লাভ ইউ অল।