মুক্তির অপেক্ষায় সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আইকোনিক ফোকাস ডেস্কঃ সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বলা হয়। ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শোরুম উদ্বোধন সব জায়গায় তার সরব উপস্থিতি দেখা যায়। এবার টাইগার অলরাউন্ডারের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে।

 

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ মুক্তি পেতে যাচ্ছে। অবশ্য গতকালই ভক্তদের সঙ্গে এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

 

এটি মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র। সম্প্রতি সাকিবের কাছে কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিকেটের বাইরে এত সব কীভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু মুখে না কাজে করেন, আরও একবার তার প্রমাণ দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Leave a Reply

Translate »