মিসরের একটি গ্রাম সবচেয়ে বেশি কোরআন হাফেজের বসবাস

আইকোনিক ফোকাস ডেস্কঃ পবিত্র কোরআনে হাফেজ হলেন এক গ্রামের ৭০ জন শিশু! আর মিসরের ঐ গ্রামে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ৭০ জন হাফেজকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশটির আল গারবাহ প্রদেশের জেফটা শহরের শারশাবা গ্রামে তা অনুষ্ঠিত হয়। শিশুদের শোভাযাত্রার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে যায়।

 

 

পবিত্র কোরআনের শিক্ষক ইয়াসির হাবিব হিফজ সম্পন্নকারী শিশুদের মাদরাসা থেকে নিয়ে তাদের সমাপনী অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। এ সময় সব শিক্ষার্থীর গায়ে অভিন্ন পোশাক ছিল। তাতে লেখা ছিল পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারীদের সম্মাননা অনুষ্ঠান। হাস্যোজ্জ্বল শিশুদের পাশে ছিল তাদের মা ও অন্য স্বজনরা।

 

 

মিসরের ওই গ্রাম সবচেয়ে বেশি কোরআনের হাফেজের বসবাসের জন্য প্রসিদ্ধ গ্রামগুলোর অন্যতম। তা ছাড়া এখন পর্যন্ত এখানকার শিশুরাও সবচেয়ে বেশি স্থানীয় মক্তবে পড়াশোনা করে।

 

 

অনেক আগে থেকে স্থানীয়রা শিশুদের কোরআন হিফজের সম্মাননা অনুষ্ঠান পালন করে আসছে। করোনা পরিস্থিতি সংক্রমণের আগ পর্যন্ত অত্যন্ত আনন্দঘন ভাবে গান গেয়ে তা পালিত হতো।

Leave a Reply

Translate »