আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘আশীর্বাদ’ সিনেমার শুটিং সেটে অদ্ভুত এক কাণ্ড করে বসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার আপত্তির কারণেই করোনার সময়ে এক প্রোডাকশন বয়কে কাজ থেকে বের করে দিতে বাধ্য হন প্রযোজক। ওই প্রোডাকশন বয়কে বাদ না দিলে মাহি শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন।
প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, করোনার সময়ে শুটিং করা কতটা কঠিন ছিল তা আপনারা সবাই জানেন। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। ওই সময়ে শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।
তিনি আরও বলেন, সিনেমার শুটিং শেষ করাটা জরুরি ছিল; এজন্য যারা সেটে উল্টাপাল্টা করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। বরং সিনেমার স্বার্থে সবকিছু মেনে নিয়েছি। কাউকে নালিশ করিনি; এখনও নালিশ করছি না। আপনারা প্রসঙ্গটি সামনে আনার কারণে কথাগুলো বলছি।
বিষয়টি নিয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানান, তার সিনেমায় নায়িকা এমন করলে ঘাড় ধরে বের করে দিতেন। তিনি বলেন, প্রোডাকশন বয়কে না সরালে শট দেবে না, এতই সোজা! আমার মনে হয়, প্রোডাকশন বয় আর নায়িকা তার অবস্থান সমান মনে করে।