মাশরাফি মুর্তজা কোচদের বিরুদ্ধে যা বললেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ জিম্বাবুয়ে সফরে টেস্ট সেঞ্চুরি করার পরও অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান যদিও মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নেননি বলে জানান। নিউজিল্যান্ড সিরিজের আগে কিপিং নিয়ে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের মধ্যে অহেতুক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তোলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফলশ্রুতিতে অভিমানে টি ২০-তে আর কিপিং করবেন না বলে জানিয়ে দেন মুশফিক। তামিম ইকবাল টি ২০ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। তাকে ফেরানোর কোনো চেষ্টাই করেনি বিসিবি। বিসিবির একটি সূত্রের খবর, তামিমকে প্রথম পছন্দেই রাখেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ক্রিকেটার জানান, সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ অনেকদিনের। তারা অপমানিত বোধ করছেন। কোচের চিন্তাভাবনায়ও বিভাজন তৈরি হচ্ছে দলে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট পেছনের দিকে হাঁটবে।

 

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি বিদেশি কোচের সঙ্গে কাজ করা মাশরাফি মুর্তজা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৯/১০ জন কোচের সঙ্গে কাজ করেছি। প্রত্যেক কোচ নিজের দুএকজন প্রিয় খেলোয়াড় বানিয়ে নেন। আবার দুএকজনকে এতটাই অপছন্দ করেন যে, তাদের আর দেখতেই পারেন না।’ তিনি বলেন, ‘কোচদের কারও প্রতি কঠোর কারও প্রতি নমনীয় হওয়া গোছানো দলকে অগোছালো করে তোলে। একপর্যায়ে প্রোফাইল ভারি করে চলে যান তারা। আমরা পড়ি বিপদে। আবার নতুন কোচ, নতুন পরীক্ষা, নতুন দাবি। নতুন কোচ এসে সিনিয়রদের দাপট মেনে নিতে চান না। তারা কৌশলে সিনিয়রদের আলাদা করার চেষ্টা করেন।

 

কোচ ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দূরত্ব তৈরি হলে সেটা দলের জন্য খুবই হতাশার বলে মনে করেন সাবেক জাতীয় দলের কোচ সরওয়ার ইমরান। তিনি বলেন, ‘নৌকা নদীতে নামাতে হলে সেখানে ছেঁড়া-ফুটো থাকলে মাঝপথেই ডুবে যাবে। কোচ ও ক্রিকেটারদের মাঝে দূরত্ব থাকলে দলের জন্য সেটা কোনো সুখবর নয়। দুই পক্ষকেই কিছুটা ছাড় দিয়ে নমনীয় হতে হবে।’ তিনি বলেন, ‘সম্পর্ক খারাপ হওয়ার জন্য কোচ ও ক্রিকেটারদের মধ্যে গ্যাপ দায়ী। তরুণরা অনেক সময় কোচদের কথা মেনে নিলেও সিনিয়ররা সেটা পারে না। গ্যাপ থাকলে দলের জন্য তা হুমকিস্বরূপ।

Leave a Reply

Translate »