‘মাশরাফি’ চরিত্রে শুভকে চান মাশরাফি

খেলোয়াড়দের জীবনের গল্প নিয়ে সিনেমা– এ কোনো নতুন ঘটনা নয়। হলিউড-বলিউডে তা অহরহ চোখে পড়ে। সিনেপর্দা কাঁপান কিংবদন্তি-বিতর্কিত অ্যাথলেটরা! যদিও তাদের ভূমিকায় অভিনয় করেন অভিনেতা-অভিনেত্রীরা।

একদিন হয়তো ঢালিউডেও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ছবি বানানো হবে। মাশরাফিকে নিয়ে যদি চলচ্চিত্র নির্মিত হয়, সেটিতে নায়ক হিসেবে আরিফিন শুভকে চান খোদ মাশরাফি। বুধবার রাতে নট আউট নোমান নামের একটি ফেসবুক পেজে উপস্থাপকের ঝটপট প্রশ্নে এমনটাই বলেছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘আমার জীবনী নিয়ে ছবি নির্মাণ হলে সেই ছবিতে আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’

দেশের আপামর মানুষের নিঃস্বার্থ ভালোবাসার নাম মাশরাফি। দেশের ক্রিকেটের কিংবদন্তি এই অধিনায়কের জীবনী নিয়ে অনেক প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে সিনেমা বানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে। কোনো সময়েই মাশরাফির কাছ থেকে অনুমতি মেলেনি। মাশরাফির কাছ থেকে এমন প্রসঙ্গ উঠতেই অনেকেই ভাবছেন, তাহলে কি মাশরাফির জীবনী নিয়ে ছবি হতে যাচ্ছে? আর সেই ছবিতে মাশরাফি চরিত্রে আরিফিন শুভ অভিনয় করতে যাচ্ছেন।

এই সময়ের কয়েকজন নায়ককে মাশরাফির জীবনী নিয়ে নির্মিত চরিত্রে অভিনয় করার ব্যাপারেও আগ্রহ শোনা গেছে। তাহলে সবাইকে টপকিয়ে আরিফিন শুভই কি হচ্ছেন সেই কাঙ্ক্ষিতজন? বিষয়টি আরও পরিষ্কার হতে যোগাযোগ করা হয় মাশরাফির সঙ্গে। বৃহস্পতিবার রাতে সংবাদ প্রতিনিধিকে দেশের ক্রিকেটের এই কিংবদন্তি অধিনায়ক বলেছেন, ‌‘বায়োপিকের কোনো অনুমতি আমি এখন দেব না। এরই মধ্যে আমাকে অনেকে বলছে, আমি রাজি হইনি। সত্যি কথা বলতে আমার এখনো পর্যন্ত আমার ইচ্ছে হয়নি।’

পাশের দেশ ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও বায়োপিক হয়েছে। আপনি কেন রাজি হতে চাইছেন না? এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘সমস্যা নেই, যাকে নিয়ে হয়েছে হোক না। আমার কাছে মনে হয় ওদের হিসাবটা একটু আলাদা। ওদের মতো তো আর আমরা না।’
আপনি কি মনে করেন, সেলুলয়েডে আপনার জীবনের কাহিনিচিত্র সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে না? এমন কোনো শঙ্কা আছে কি? মাশরাফি বললেন, ‘না না, তা একদমই না। আমি আসলে নিজেই আপাতত চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, চিত্রনাট্যকার আর পরিচালক তো আমার কাছ থেকে শুনেই গল্প তৈরি করবেন, পর্দায় উপস্থাপন করবেন। আমি যেভাবে গল্প বলব, তার বাইরে তো যাবেন না। বিষয়টা হচ্ছে আমার নিজেরই এখন চাওয়া নাই।’

হঠাৎ করে যে বললেন, আরিফিন শুভ আপনার চরিত্রে ভালো করবে? ‌‘আমি কোনো কিছু চিন্তা না করে কিন্তু বলিনি। উপস্থাপন জিজ্ঞেস করেছেন, তাৎক্ষণিকভাবে আমার যাকে ভালো লাগে, তার কথাই বলেছি। আমি হয়তো চাইলে বিদেশি কারও নাম বলতে পারতাম। কিন্তু আমি বিদেশি কাউকে হাইলাইট করতে চাই চাইনি।’ বললেন মাশরাফি।

কখনো বায়োপিক হয়, সেখানে আরিফিন শুভকে চাইলেন। তাঁর সঙ্গে কি আপনার কখনো দেখা হয়েছে? ‘আরিফিন শুভর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো দিন কোনো কথা হয়নি। যেহেতু তাৎক্ষণিকভাবে প্রশ্নটা এসেছিল, ওই মুহূর্তে কার নাম বলব বলব ভাবছিলাম, আরিফিন শুভর নামটাই সামনে এসেছে। তবে শুভকে আমার ইয়াং এবং স্মার্ট মনে হয়েছে।’

ফেসবুক লাইভে  তাকে আরও জিজ্ঞেস করা হয়– ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যে কোনো একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? নড়াইল এক্সপ্রেসের বুদ্ধিদীপ্ত জবাব, ‘মাশরাফিউডের’ ঘরের বউ।

Leave a Reply

Translate »