আইকোনিক ফোকাস ডেস্কঃ ইউক্রেনের মারিউপোলের এক থিয়েটারে গত ১৬ মার্চ শক্তিশালী বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতোদিন পর আজ সেই হামলার হতাহতের খবর প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) এমন খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, সেই হামলায় অন্তত ৩০০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। মারিউপোল সিটি হল টেলিগ্রামে লিখেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে মারিউপোলের ড্রামা থিয়েটারে অন্তত ৩০০ ব্যক্তি নিহত হয়েছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, সেই থিয়েটারে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।
এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।