মারা গেছেন অভিনেতা হরিশ মাগোন

আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন মারা গেছেন। ১ জুলাই না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

 

১৯৪৬ সালের ৬ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মেছিলেন হরিশ মাগোন। ১৯৭৪ সালে পুনের ‘এফটিআইআই’ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর একাধিক কালজয়ী বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন। ‘নামাক হালাল’, ‘চুপকে চুপকে’, ‘খুশবু’, ‘ইনকার’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘গোলমাল’, ‘শাহেনশাহ’র মতো সিনেমায় অভিনয় করেছেন হরিশ।

 

শেষবার ‘উফ, ইয়ে মহব্বাত’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। অভিনয় পরবর্তী জীবনে অভিনয় শেখাতে শুরু করেন হরিশ মাগোন। নিজের নামে একটি অ্যাকটিং ইনস্টিটিউট খোলেন তিনি, যা মুম্বাইয়ের জুহুতে অবস্থিত।

Leave a Reply

Translate »