আইকোনিক ফোকাস ডেস্কঃ সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের ওপর করা মানহানির মামলায় জিতেছেন হলিউড তারকা জনি ডেপ। ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বার হার্ডকে নির্দেশ দিয়েছেন আদালত।
নিউইয়র্ক পোস্টের খবর, এই জয় উদযাপনে রোববার ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুদের জন্য এক পার্টির আয়োজন করেছিলেন এই হলিউড অভিনেতা। এই ডিনার পার্টিতে জনি ডেপ ব্যয় করেছেন ৬২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকার কাছাকাছি।
প্রতিবেদনে জানানো হয়েছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকার এই বিশেষ পার্টি প্রায় তিন ঘন্টা ব্যাপী হয়েছে ‘ভারানসি’ নামের ৪০০ আসনের এক এক ভারতীয় রেস্টুরেন্টে; এটিই বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্টুরেন্ট। পার্টিতে উপস্থিত ছিলেন জনির বন্ধু সঙ্গীতশিল্পী বন্ধু জেফ বেকসহ আরও ২০ জন।
২০১৫ সালে জনি ডেপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাম্বার হার্ড। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৫ মাসের বিবাহিত জীবন ছিল তাঁদের। বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে গিয়ে জনি ডেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। অভিযোগ, জনি তাঁকে মারতেন, নেশা করে বাড়িতে ভাঙচুর করতেন ইত্যাদি।
অভিযোগ উড়িয়ে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। সেই মামলার রায়ে জিতেছেন এই হলিউড তারকা।
#বিনোদন #জনি ডেপ #আম্বার হার্ড