মাঝ রাস্তায় যাতে বাথরুম না পায় যা করলেন পার্ণো মিত্র

আইকোনিক ফোকাস ডেস্কঃ ওপার বাংলার অভিনেত্রী পার্ণো মিত্র। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয়ের সুবাদে এদেশেও তার পরিচিতি বেড়েছে। সম্প্রতি কলকাতার নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।

অসংখ্য নারী রাস্তাঘাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে না পারার যন্ত্রণায় ভোগেন। সে চিত্রই সিনেমায় রূপদান করতে চলেছেন পরিচালক শিব রাম শর্মা। সিনেমার নাম ‘সুসু’। ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে পার্ণো ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘মেয়েদের ঋতুস্রাব নিয়ে একাধিক সিনেমা হয়েছে। কিন্তু টয়লেট করার সমস্যা নিয়ে শুধু বাংলায় নয়, মনে হয় সর্বভারতীয় স্তরে প্রথম সিনেমা হতে চলেছে ‘সুসু’। আরও বেশি ভালো লাগছে, একজন পুরুষ প্রথম মেয়েদের এই সমস্যা অনুভব করলেন।

অভিনেত্রী নিজেই এমন পরিস্থিতিতে পড়েছেন। তার ভাষ্য, ‘আউটডোর শুটিং বা গ্রামে স্টেজ শো করতে গিয়ে এই সমস্যায় বেশি পড়েছি। মাঝ রাস্তায় যাতে বাথরুম না পায়, এ জন্য পানি কম খাই। গ্রামে তবুও কারও বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহার করতে পারি, কিন্তু শহরে সমস্যা অনেক বেশি।

Leave a Reply

Translate »