আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢালিউডের পুরোনো রীতি মেনে শুধু শুটিং করেই নিজেদের দায়িত্বের ইতি টানছেন না এই সময়ের অন্যতম জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। তাই সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগে পোস্টার-আঠা নিয়ে নিজেরাই নেমে গেলেন শহরের পথে পথে। দেয়ালে দেয়ালে লাগাচ্ছেন ‘শান’ ছবির পোস্টার।






(৩ জানুয়ারি) রাতে এভাবেই তাদের পাওয়া গেল মগবাজার ও এফডিসি এলাকায়। এ প্রসঙ্গে সিয়াম বললেন, ‘এটা আমার কাজেরই অংশ, আমি সিনেমার জন্য সবকিছু করতে ভালোবাসি।






‘শান’ ছবিতে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটির প্রচারণা নিয়ে তার ভাষ্য, ‘এখন অনেকেই চলচ্চিত্র নির্মাণ করেন। শেষ হতে হতে বাজেট ফুরিয়ে যায়। মানে প্রমোশনের জন্য কোনো টাকা থাকে না। একটা পণ্য কোটি টাকা দিয়ে তৈরি হলো, অথচ তার খবর মানুষের কাছে পৌঁছানো হলো না। আবার শিল্পীরাও অভিনয় করেই দায়িত্ব শেষ মনে করলে হবে না।’






অন্যদিকে পোস্টার লাগানো প্রসঙ্গে পূজা বলেন, ‘পোস্টার লাগানোর সময় ছবির দৃশ্যগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এ এক অন্যরকম অনুভূতি।






নতুন বছরে প্রেক্ষাগৃহে প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘শান’। শুক্রবার (৭ জানুয়ারি) সিনেমাটিতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন। তাই বউ ও গার্লফ্রেন্ড নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে এসে দেখতে বললেন নায়ক। মূলত মজার ছলেই আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শুটিং শুরুর তিন বছর পর সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।