আইকোনিক ফোকাস ডেস্কঃ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বাগদান করে আলোচনায় আসেন গত বছর। সেদিন বুধবার (১০ নভেম্বর) রাত ৯টার পর ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিম।






ক্যাপশনে লিখেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। আজ একটি খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। নতুন এক অধ্যায়ের সূচনা। অবশেষে বাগদান সম্পন্ন।






এবার জানা গেল, আগামীকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন তিনি। ঢাকায়ই বসছে তার বিয়ের আসর। নায়িকার একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।






মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মরীতি মেনে মাথায় সিঁদুর পরবেন মিম। বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে।