আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ঝিমিয়ে পড়া এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন। অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।
নির্বাচনের আগের দিন (২৭ জানুয়ারি) দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে নিজের ভোট দেওয়ার অধিকার হারানোর অভিযোগ জানিয়েছেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। তিনি যে স্ট্যাটাসটি মিশা সওদাগর ও জায়েদ খানকে উদ্দেশ্য করেই দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। অধরা খানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-‘আসুন শিল্পে বাঁচি, সুরে হাসি, ছন্দে নাচি। শিল্পী সমিতির নির্বাচন এবং একান্তই আমার নিজের কিছু কথা।
আগামীকাল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতির সদস্যরা বরাবরের মতো উৎসবমুখর পরিবেশে তাদের মূল্যবান ভোট দিয়ে শিল্পীদের এই প্রাণের সংগঠনের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন। আমারও নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল। সমিতির চলমান কমিটি কর্তৃক জেনেছিলাম এবার আমিও ভোটার! তবে ভোটার লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে আমার নাম নেই এবং ছিল না! কিন্তু উল্লেখযোগ্য চরিত্রে আমার অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও আমার ভোটাধিকার বাতিল করা হয়েছে। কেন করা হয়েছে, কোন কারণে করা হয়েছে কিংবা কারা করেছে- এই মুহূর্তে সেই বিতর্কে যাচ্ছি না।