ভুয়া খবরে চটেছেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের সাবেক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম পিসিবির চেয়ারম্যান হতে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’।

পিসিবির একটি সূত্রের বরাতে তারা লিখেছে, এটা সত্যি যে ওয়াসিম আকরাম পিসিবির চেয়ারম্যান হতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, তার নামও আলোচনায় এসেছিল। কিন্তু ইমরান খান সোজাসাপটা জানিয়ে দেন, আকরামের চেয়ে রমিজ রাজাই এ পদের উপযুক্ত ব্যক্তি। রমিজ ব্যক্তি হিসেবে পরিষ্কার ভাবমূর্তির অধিকারী। তার অতীতে কোনো বিতর্কিত ব্যাপারে জড়িয়ে পড়ার রেকর্ড নেই।

পরে ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের আরেক তারকা রমিজ রাজাকে এ পদের জন্য মনোনীত করেন। যদিও পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে রমিজের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ক্রিকেট ছাড়ার পর আকরাম নানাভাবেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। তিনি পিসিবির ক্রিকেট কমিটির প্রভাবশালী সদস্য হিসেবেও কাজ করেছেন। এ মুহূর্তে অবশ্য তিনি তার অস্ট্রেলিয়ান স্ত্রী ও সন্তানদের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

পিসিবির সূত্র টাইম অব ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, প্রথমে ওয়াসিম আকরামের নাম তালিকার ওপরেই ছিল। সঙ্গে ছিল রমিজ রাজা ও সাবেক একজন সরকারি কর্মকর্তার নাম। কিন্তু নব্বইয়ের দশকের কুখ্যাত ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে থাকায় আকরামের নাম প্রথমেই বাদ দিয়ে দেন ইমরান।

এসব বিষয়ে ওয়াসিম আকরাম তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডলে তিনি এ সংবাদের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘দয়া করে ভুয়া সংবাদ ছড়াবেন না। নিজেদের সংবাদের সূত্রটা ঠিক করুন। টাইমস অব ইন্ডিয়া ভারতের অন্যতম শীর্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম। এমন ভিত্তিহীন সংবাদ সে ভাবমূর্তির ক্ষতি সাধন করে। পিসিবির চেয়ারম্যান পদটা একটা বিশেষায়িত পদ আর আমি এ পদ নিয়ে কখনোই আগ্রহী ছিলাম না। আল্লাহকে ধন্যবাদ, আমি এ মুহূর্তে যেখানে আছি, যা আছি, সেটি নিয়ে।’

Leave a Reply

Translate »