আইকোনিক ফোকাস ডেস্কঃ মূলত গায়ক হলেও জন কবিরকে নিয়মিতই আগে নাটকে দেখা যেত। কিন্তু চার বছর ধরে তাঁকে নাটকে দেখাই যায় না। কেন তিনি নাটক থেকে দূরে? জানালেন, মূল কারণ গল্প। কোনো গল্পই তাঁকে টানছে না।
জন কবির বলেন, ‘অভিনয়টা আমার ভালো লাগে। অভিনয়টা করতেও চাই। কিন্তু কোনো ভালো গল্পই পাচ্ছি না, যে গল্প আমাকে টানবে। কিছু গল্প পেয়েছি কিন্তু অভিনয়ের কোনো তাড়না পাইনি। ভালো গল্প পেলে যেকোনো সময় অভিনয়ের জন্য প্রস্তুত আছি। এমন না যে আমাকে প্রধান চরিত্রই করতে হবে। নায়ক বা মূল চরিত্র আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। যদি অভিনয়ের জায়গা থাকে, গুরুত্বপূর্ণ চরিত্র হয়, ১০ মিনিট অভিনয় দিয়েও প্রকাশ করা যায়। আমি যেকোনো চরিত্রেই অভিনয় করতে চাই।
জন বলেন, ‘এখন গান নিয়ে ব্যস্ত রয়েছি।’ তাঁর ব্যান্ড ইনডালো তৈরি করছে নতুন অ্যালবাম ‘উত্তর খুঁজি দক্ষিণে’। ইতিমধ্যে তিনটি গান প্রস্তুত করেছেন।