আইকোনিক ফোকাস ডেস্কঃএকটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের তালিম নাড়ুর মাধুরাইতে। এতে অন্তত ১০ নিহত ও ২০ জনের বেশি আরোহী আহত হয়েছে। শনিবার ভোরে মাধুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।
জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন ঃ নিশোর প্রশংসায় পঞ্চমুখ মৌসুমী
কামরার মধ্যে থাকা অবৈধ গ্যাস সিলিন্ডার থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে সেখানে যাত্রীরা রান্না-বান্না করছিলেন। অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। রেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি।