আইকোনিক ফোকাস ডেস্কঃ আসছে ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ। সেই ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচকরা।
ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে সেই ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এছাড়াও বিশ্বকাপের ঠিক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমও আছেন এই সিরিজে। সাকিব আল হাসানও খেলবেন রোহিত শর্মাদের বিপক্ষে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার ওয়ানডে দলে সুযোগ পায়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ এবং ১০ ডিসেম্বর মাঠে গড়াবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।