আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্পর্কের দিক থেকে তিনি ভারতের জামাই। না, শোয়েব মালিকের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, পাকিস্তানের পেসার হাসান আলির কথা। হরিয়ানার মেয়ে, অ্যারোনেটিক ইঞ্জিনিয়ার সামিয়া আরজুকে বিয়ে করেন হাসান।
তবে, ভারতের জামাই হওয়ার আগেও একবার বিরাট কোহলিদের বিধ্বস্ত করেছিলেন হাসান আলি অ্যান্ড কোং। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার হাসান আলি-মোহাম্মদ আমিরদের বোলিং তোপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
চার বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে এনে শশুরের দেশকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার হাসান আলি। বললেন, ২০১৭ সালের ফাইনালের মত এবারও তারা ভারতকে হারিয়ে দেবেন। হাসান আলির এই মন্তব্যে আপতত উত্তেজনারর পারদ বেশ ভালোভাবেই ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও এক মাস বাকি। তবে যখন ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হল, তখন এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘শুধু দুই দলের ক্রিকেটার বলে নয়, দু’দেশের মানুষও তো এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা অনুভব করে। আর এটা হওয়াটাই তো স্বাভাবিক। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের হারিয়েছিলাম। এবারও হারাতে চাই। সে জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।
বিশ্বকাপের আগ মুহূর্তে এসে প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের হঠাৎ পদত্যাগে বেশ হতাশ হয়েছেন বলেও জানান হাসান আলি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব হতাশ হয়েছি। বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। এ মুহূর্তে এ ধরনের পরিবর্তনে ইতিবাচক কিছু হবে না।