প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে আড়াই দিনে উড়িয়ে দাপটের সঙ্গে সিরিজে ফিরে এলো তারা। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২০ বলেই ১৯ রানের লক্ষ্য টপকে যায় অজিরা। একপেশে লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে ১-১ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া।
মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত বল করেন। তবে প্রথম ইনিংসের আগ্রাসী শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ট্র্যাভিস হেড। ট্র্যাভিস প্রথম ইনিংসে ১৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪১ বলে ১৪০ রান করে সাজঘরে ফেরেন।
জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৩.২ ওভারে বিনা উইকেট ১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বড় ব্যবধানে অ্যাডিলেড টেস্ট জিতে ৫ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ১২ বলে ১০ রান করেন ন্যাথন ম্যাকসুইনি। তিনি ২টি চার মারেন। ৯ বলে ৯ রান করেন উসমান খোয়াজা। তিনি ১টি চার মারেন।
অস্ট্রেলিয়ার হয়ে শেষ ইনিংসে যথারীতি ওপেন করতে নামেন উসমান খোয়াজা ও ন্যাথন ম্যাকসুইনি। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ২ রান ওঠে। দ্বিতীয় ওভারে সিরাজের বলে ১টি চার মারেন খোয়াজা। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১০ রান। জিততে মোটে ৯ রান দরকার অজিদের।
৩৬.৫ ওভারে স্কট বোল্যান্ডের বলে বড় শট নেওয়ার চেষ্টায় ট্র্যাভিস হেডের হাতে ধরা পড়েন মহম্মদ সিরাজ। ৮ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ ভারতের হাতে লিড রয়েছে ১৮ রানের। জিততে অস্ট্রেলিয়ার দরকার মাত্র ১৯ রান। ২ রানে নট-আউট থাকেন জসপ্রীত বুমরাহ। কামিন্স দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন। ৫১ রানে ৩টি উইকেট নেন স্কট বোল্যান্ড।
৩৫.২ ওভারে প্যাট কামিন্সের বলে বড় শট নেওয়ার চেষ্টায় ন্যাথন ম্যাকসুইনির হাতে ধরা পড়েন নীতীশ রেড্ডি। ৪৭ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন নীতীশ। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ভারত ১৬৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুহাম্মদ সিরাজ। ভারতের হাতে লিড রয়েছে মোটে ৯ রানের। নীতীশকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন কামিন্স।
৩৩.৩ ওভারে প্যাট কামিন্সের বলে ওসমান খোয়াজার হাতে ধরা পড়েন হর্ষিত রানা। ১২ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ। ইনিংসে কামিন্সের এটি চতুর্থ শিকার। ৩৫ বলে ২৯ রান করেছেন নীতীশ রেড্ডি। তিনি ৫টি চার মেরেছেন। ৮ বল খেলে এখনও খাতা খোলেননি হর্ষিত রানা।
২৯.৪ ওভারে প্যাট কামিন্সের বাউন্সারে পুল শট খেলার চেষ্টায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১৪ বলে ৭ রান করেন তিনি। ভারত ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হর্ষিত রানা। ব্যক্তিগত ২৭ রানে ব্যাট করছেন নীতীশ রেড্ডি।
২৮.৬ ওভারে মিচেল স্টার্কের বলে নীতীশ রেড্ডির ক্যাচ ছাড়েন স্টিভ স্মিথ। বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। নীতীশ তখন ব্যাট করছিলেন ব্যক্তিগত ২৩ রানে। ২৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪৫ রান।
তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার ঋষভ পন্ত ও নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। দিনের দ্বিতীয় বলেই পন্তের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানিয়ে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। যদিও বল পন্তের ব্যাটে লাগেনি। ফলে রিভিউ খোয়ায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের শেষ বলে স্লিপে ধরা পড়ে যান পন্ত। ২৪.৬ ওভারে স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন পন্ত। তিনি ৩১ বলে ২৮ রান করেন। মারেন ৫টি চার। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১২৮ রান তোলে। তারা সাকুল্যে ২৪ ওভার ব্যাট করে। অর্থাৎ, এখনও ২৯ রানের খামতি মেটাতে হবে টিম ইন্ডিয়াকে। ঋষভ পন্ত দ্বিতীয় দিনে ২৮ রানে অপরাজিত থাকেন। ১৫ রানে নট-আউট থাকেন নীতীশ রেড্ডি। শুভমন গিল ২৮ ও যশস্বী জসওয়াল ২৪ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। ১টি উইকেট নিয়েছেন স্টার্ক।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে ৩৩৭ রান। তারা ৮৭.৩ ওভার ব্যাট করে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১৫৭ রানের বড়সড় লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড ১৪০, মার্নাস ল্যাবুশান ৬৪ ও ন্যাথন ম্যাকসুইনি ৩৯ রান করেন। ভারতের হয়ে ৪টি করে উইকেট দখল করেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও নীতীশ রেড্ডি।
অ্যাডিলেডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে তারা ৪৪.১ ওভারে ১৮০ রান তুলে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন নীতীশ রেড্ডি। ৩৭ রান করেন লোকেশ রাহুল। শুভমন গিল ৩১, রবিচন্দ্রন অশ্বিন ২২ ও ঋষভ পন্ত ২১ রানের যোগদান রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিনে একতরফা দাপট দেখায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে অজি শিবিরে পালটা লড়াই ফিরিয়ে দিতে না পারলে রবিবারই হারের মুখ দেখতে হতে পারে টিম ইন্ডিয়াকে। যদিও কাজটা সহজ হবে না মোটেও। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে আপনাদের স্বাগত।