গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। হারলেও শেষ চারে উঠেছে ভারত, ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়ে পাকিস্তান।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করায় শঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত হওয়ায় শঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে খেললো দাপুটে ফুটবল।
শুরুতেই এগিয়ে গিয়ে আরও দুইবার গোল করেন বাংলাদেশের মেয়েরা। ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠল তারা। হারলেও শেষ চারে উঠেছে ভারত। এই গ্রুপ থেকে বাদ পড়লো পাকিস্তান।
গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।