আইকোনিক ফোকাস ডেস্কঃ সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’-এ বীরাঙ্গনা রূপে হাজির হয়েছেন নূপুর হোসেন। সামনে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার।
মোস্তফা কামাল পাশার গল্পে ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন শায়লা রহমান তিথি। গত ২৪ ও ২৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শিত হয়েছে।
নূপুর জানান, নিজেকে বড় পর্দায় দেখার স্বপ্ন পূরণ হলো। এর আগে তিনটি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু সিনেমাগুলো এখনও মুক্তির আলো দেখেনি। নির্মাতা প্রদীপ ঘোষ স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তার কারণেই আমি এখানে কাজের সুযোগ পেয়েছি। খুব যত্নসহকারে কাজ করার চেষ্টা করি। ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ স্বল্পদৈর্ঘ্যে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।