ব্রাজিলে পৌঁছে গেল আর্জেন্টিনা

চিরপ্রতিন্দ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের দুদিন আগেই ব্রাজিলে পৌঁছালো আর্জেন্টিনা। আগামী ৬ সেপ্টেম্বর নেইমারের ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ফাইনালের দুই মাস যেতে না যেতেই আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই ব্রাজিলে পৌঁছে গেছেন লিওনেল মেসিরা। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে হবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলা থেকে সরাসরি ব্রাজিলে গেছেন মেসিরা।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে নেইমারদের দেশে পৌঁছায় আর্জেন্টিনা। সকালে বিশ্রাম নিয়ে বিকেলেই আবারও অনুশীলনে নামবেন ফুটবলাররা। সবাই না হলেও অন্তত যারা ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি তারা অনুশীলনে অংশ নেবেন।

ভেনেজুয়েলার বিপক্ষে বড়সড় চোটের হাত থেকে রক্ষা পাওয়া মেসিকে ব্রাজিলে নামার একটি ভিডিওতে দেখা গেছে। তাকে কিছুটা নিস্তেজ হয়ে হাঁটতে দেখা যায়। যদিও ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিয়ে কোনো শঙ্কার কথা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, দুই দলের সবশেষ লড়াইয়ে জিতেছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে ২৮ বছর শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা।

Leave a Reply

Translate »