আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচে টানা জয় পেয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়েছে ব্রাজিল।
বুধবার সকালের খেলায় প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা। নেইমারের গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। একইসঙ্গে টেবিলের শীর্ষস্থানটি আরও সুসংহত করেছে তারা।
একইদিন কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের আট মিনিটের মধ্যেই জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরে ৫১ মিনিটে গোল হজম করলেও, জয়ের পথেই এগুচ্ছিল আর্জেন্টিনা।
কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল খেয়ে কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই বাড়ি ফিরেছে আর্জেন্টাইনরা।
বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আগের ম্যাচে চিলির সঙ্গে প্রথম গোল করেও শেষ পর্যন্ত জেতা হয়নি আর্জেন্টিনার। আজও প্রায় একই চিত্র।