আইকোনিক ফোকাস ডেস্কঃ হাতে কিছু সময় বাকি থাকলেও প্রশ্নটা এখনো ঝুলছে। এদিকে ব্রাজিলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও কোপা আমেরিকায় আয়োজন থামাতে একমত। ব্রাজিলের জনগণের একটা বড় অংশও কোপা আয়োজনে অসন্তোষ প্রকাশ করেছে। অসন্তোষ রয়েছে ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যেও। এমনকি ফুটবল বিশ্বও এ নিয়ে দ্বিধা-বিভক্ত।
শুরুতে কলম্বিয়া ও আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খুব অল্প সময়ের ব্যবধানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট আয়োজনের ভার দেওয়া হয় ব্রাজিলের উপর।সেখানেও করোনার সংক্রমণের ভয়াবহতা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে কোপাকে দুঃসংবাদ দিয়েছে মাস্টারকার্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী আর্থিক এ প্রতিষ্ঠান অস্থায়ীভাবে কোপা আমেরিকা থেকে নিজেদের ব্র্যান্ডিং তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।কোপা আমেরিকায় স্পনসরশিপ ‘চালু না করা’র বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠান। ১৯৯২ সাল থেকে কোপা আমেরিকার স্পনসর মাস্টারকার্ড।