বেশ বড় একটি টার্গেট দিল বাংলাদেশ

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নাইম শেখ ও মুশফিকের জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে নিয়ে এদিন দারুণ শুরু করেন নাইম।

১৬ বলে ১৬ রান করে লিটন বিদায় নিলেও হাল ধরে রাখেন নাইম। ওয়ান ডাউনে নামা সাকিব এদিন ব্যর্থ। ৭ বলে ১০ রান করে বিদায় নেন তিনি। তার বিদায়ে ক্রিজে নেমে সাবধানী মুশফিক দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ৪৪ বলে নাইম পূর্ণ করেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি। নাইম ড্রেসিংরুমে ফেরেন ৫২ বলে ৬২ রান করে। বিদায়ের আগে এই বাঁহাতি ওপেনার, হাঁকান ৬টি চার।

নাঈমের বিদায়ে উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হন তিনি। ৬ বলে ৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন ধ্রুব। ব্যর্থতার দিন ভুলে ৩২ বলে ফিফটি তুলে নেন মুশি সঙ্গে দলকে এনে দেন লড়াকু পুঁজি।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দুই চারে ৫ বলে ১০ রান করে থাকেন অপরাজিত।

Leave a Reply

Translate »