এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছিল আল নাসর। চাপমুক্ত ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে পাঠিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। দলের প্রাণভোমরাকে বিশ্রাম দিয়ে মোটেও স্বস্তি পেল না আল নাসর। চলতি মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হার হজম করে বসলো ক্লাবটি। বেঞ্চে বসে দলের হার দেখলেন রোনালদো।
গতকাল সোমবার আল নাসরকে ২-১ গোলে হারিয়েছে কাতারের ক্লাব আল সাদ। চলতি মৌসুমে এশিয়া ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ ম্যাচে এটি আল নাসরের প্রথম হার।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে আল হিলাল। ১৬ পয়েন্ট টেবিলের নেতৃত্ব দিচ্ছে আল আহলি।
আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে গতকাল গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটেই সাক্ষাৎ পাওয়া যায় কাঙ্ক্ষিত গোলের। ৫৩ মিনিটে লিড নেয় স্বাগতিক আল সাদ। গোল করেন গেল নভেম্বরে এশিয়া অঞ্চলের বর্সসেরা ফুটবলার নির্বাচিত হওয়া আকরাম আফিফ।
১-০ গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। ৮০ মিনিটে প্রায় গোল করেই ফেলছিলেন সাদিও মানে ও অ্যান্ডারসন তেলিস্কা। কিন্তু তারা গোল পেলেন না। আত্মঘাতী গোল করে বসলেন আল সাদের রোমাইন সাইস। এতে ১-১ সমতায় ফেরে আল নাসর।
জয় না পেলেও অন্তত এক পয়েন্ট পাবে আল নাসর, এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। তবে শেষ সময়ে তাতেও হতাশ হলেন দর্শকরা।
অতিরিক্ত সময়ের নবম মিনিটে ডি-বক্সের ভেতর আল সাদের আকরাম আফিফ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিককে গোলে রূপ দেন আল সাদের আলজেরিয়ান তারকা অ্যাডাম ওনাস। এতে ২-১ গোলে জয় সফরকারীরা।
আল নাসরের বিপক্ষে জয়ে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করে আল সাদ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ২০১১ সালের চ্যাম্পিয়নরা।