ইসলামি খেলাফতের সময়ের যেকোনো কিছুর প্রতি দুর্বলতা রয়েছে সকল মুসলমানের। আর কিছু দিন আগে ইসলামের খলিফা শাসনামলের একটি দুর্লভ মুদ্রা নিলামে বিক্রি হয়েছে। দুর্লভ এই মুদ্রাটি স্বর্ণের তৈরি। এটি ১ পাউন্ড কয়েনের আকৃতির। মুদ্রাটি ১০৫ হিজরি বা ইংরেজি ৭২৩ সালের বলে জানিয়েছেন প্রত্মতত্ত্ববিদরা। সে সময় মুসলিম বিশ্ব উমাইয়া খিলাফাতের অধীনে ছিল।
গত ২৪ অক্টোবর লন্ডনে এক নিলামে ৩৭ লাখ ২০ হাজার পাউন্ডে কিনে নেন এক ধনাঢ্য ব্যবসায়ী। যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি ৫৩ লাখ টাকা!তবে মুদ্রা ক্রয়কারীর নাম প্রকাশ করেনি নিলাম কর্তৃপক্ষ।
ইসলামি শাসনামলের প্রথম দিকে উমাইয়া খিলাফাতের সময়ের দিনার এ মুদ্রা। মুদ্রাটির গায়ে খোদাই করে ‘মাদিন আমির আল-মুমিনিন বিল-হিজাজ’ কথাটি লেখা আছে। ইসলামের বেশ কয়েকজন খলিফার মালিকানায় সেটি ছিল বলে ধারণা করা হচ্ছে।
মুদ্রাটিতে ব্যবহৃত সোনা সৌদি আরবের মক্কা ও মদিনার কাছাকাছি কোনো খনি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানায়েছেন খনি বিশেষজ্ঞরা।
তবে ২৪ অক্টোবর লন্ডনে বিক্রয় হয় মুদ্রাটির বাকি সব ইসলামি মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে, ঐতিহাসিকভাবে মুদ্রাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাত্র ১২টি এমন মুদ্রা পাওয়া গেছে।
প্রসঙ্গত, খুলাফায়ে রাশেদিনের পর খেলাফাতের পরিচালনা করেন উমাইয়ারা। ইসলামের প্রথম চার খলিফা আবু বকর- উমির- উসমান ও আলীর শাসনকালের পর শুরু হয় উমাইয়া শাসনামল। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সাহাবি এবং তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) উমাইয়া বংশের একজন সদস্য ছিলেন।
উল্লেখ্য, এর আগেও ইসলাম শুরুর যুগের বেশ কিছু দুর্লভ মুদ্রা বিভিন্ন সময় বিক্রি হয়েছিল।