আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী মার্চ মাসে নারীদের এই বিশ্বকাপ শুরু হবে নিউজিল্যান্ডে।আজ (বৃহস্পতিবার) দুপুরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন, জাহানারা আলমরা।
নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, ‘আমাদের ফ্লাইট দুপুর ১.২০টায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওখানে (নিউজিল্যান্ড) পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইন। তারপর অনুশীলন করতে পারবে। সাত দিন ছিল, পরে ১০দিন করেছে।
বাংলাদেশের স্কোয়াড-নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন।