আইকোনিক ফোকাস ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র দুই সপ্তাহ। কিন্তু স্বস্তিতে ছিল না লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তির দেশ আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার আগেই জোড়া সুসংবাদ পেলেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা। চোটে আক্রান্ত অ্যানহেল ডি মারিয়া ও পাউলো দিবালা ফিট হয়ে উঠেছেন। ফলে বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই এই দুই তারকার।
গত মাসের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে জুভেন্টাসের গ্রুপ পর্বের ম্যাচে উরুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন ডি মারিয়া। ইতালিয়ান ক্লাবটির হয়ে সবশেষ পাঁচটি ম্যাচ মিস করেন। তবে গত এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর রোববার (৬ নভেম্বর) ইন্টার মিলানের বিপক্ষে মাঠে ফিরেছেন তারকা এই আর্জেন্টাইন।
গতকাল রাতে ইন্টারের বিপক্ষে ম্যাচের ৮১তম মিনিটে মিরেত্তিকে উঠিয়ে ডি মারিয়াকে মাঠে নামান জুভেন্টাসের কোচ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে আর্জেন্টাইন সমর্থকদের মনে স্বস্তি এনে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই উইঙ্গার।
একই দশা ছিল আরেক ইতালিয়ান ক্লাব রোমায় খেলা পাউলো দিবালারও। অক্টোবরে চোটের পর মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনহো জানিয়েছিলেন, বিশ্বকাপে অনিশ্চিত ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন। কিন্তু মাস ঘুরতেই সেই মরিনহোই দিবালাকে নিয়ে দিলেন সুসংবাদ।