বিজয়োল্লাসে মহাবিপদ ডেকে আনলো তালেবান

পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার খুশিতে আকাশের দিকে গুলি ছুড়ে আনন্দ উদযাপন করেছেন তালেবান যোদ্ধারা। তবে তাদের এই কাণ্ড বিপদ ডেকে এনেছে অনেকের।

শুক্রবার রাতের এই কাণ্ডে কাবুলে গুলিবিদ্ধ হয়ে ১৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানায়, তালেবানবিরোধীদের শেষ ঘাঁটি পঞ্জশির প্রদেশও নিয়ন্ত্রণে নেওয়ার খবরে শুক্রবার রাতে কাবুলের বিভিন্ন স্থানে ‘আকাশের দিকে’ গুলি ছুড়ে বিজয়োল্লাস করে সশস্ত্র গোষ্ঠীটি। এর পরপরই শহরের ইমারজেন্সি হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করেন।

হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া মরদেহ এসেছে ১৭টি।

এ ঘটনার পর যোদ্ধাদের বাতাসে গুলি ছুড়ে বিজয়োল্লাস না করতে আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এক টুইটে তিনি বলেন, বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে আল্লাহকে ধন্যবাদ দিন। অস্ত্র-গোলাবারুদ আপনাদের হাতে, সেগুলো নষ্ট করার অধিকার কারো নেই। গুলিতে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, তাই অযথা গুলি করবেন না।

Leave a Reply

Translate »