আইকোনিক ফোকাস ডেস্কঃ জনপ্রিয় সংগীত তারকা বালাম। ২০০৭ সালে প্রকাশিত প্রথম অ্যালবামই বালামকে রাতারাতি তারকা বনে নিয়ে যায়। শহর কিংবা গ্রাম, দেশের প্রতিটা প্রান্তে ছড়িয়ে যায় বালামের সুর। সে সময় মানুষের মুখে মুখে শোনা গেছে তার গান।






২০০৮ সালে এই গায়কের হাত ধরে ‘বালাম ফিচারিং জুলি’ দিয়ে সংগীতাঙ্গনে প্রবেশ করেন তার বোন জুলি। ওই অ্যালবামটিও শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার বালামের পথেই হাঁটা শুরু করলেন তার ১১ বছরের ছেলে ফাবিয়ান জাহাঙ্গীর।






গত ২৯ জানুয়ারি নিজের প্রথম গিটার প্লে প্রকাশ করে ফাবিয়ান। যেখানে তিনি বাজিয়েছেন বিশ্ব বিখ্যাত ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর জনপ্রিয় গান ‘স্মোক অন দ্য ওয়াটার’। ইউটিউবে নিজের চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেছেন এই বালামপুত্র।






এদিকে একমাত্র ছেলের এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত বালাম ও তার স্ত্রী সাগুফতা। তারা গণমাধ্যমকে বলেন, ‘ফাবিয়ান একটি ইংলিশ মিডিয়াম স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার বয়স ১১ পূর্ণ হবে। এর আগেই সংগীতাঙ্গনে তার এই আত্মপ্রকাশে আমরা সবাই বেশ আনন্দিত।