আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরিকল্পনা করছে ওমান। এবারের বিশ্বকাপ আসরের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার কথা জানান দিয়েছে।
আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ওমানের খাওয়ার আলি বলেন, বাংলাদেশকে হারানোর সামর্থ্য আমাদের আছে। পাঁচ বছর আগের ওমান দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করলে ভুল হবে। এখন আমরা অনেক আত্মবিশ্বাসী।নিজেদের দিনে বাংলাদেশ শক্তিশালী দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরাও প্রস্তুত আছি, তাদেরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে।
ওমান অধিনায়ক জিসান মাকসুদ বলেন, বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল এবং তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। তবে আমরাও পাপুয়া নিউগিনির বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা এ ম্যাচেও বজায় রাখতে চাইবো।
এর আগে ওমানের সঙ্গে এক দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে শতক হাঁকিয়েছিলেন দেশসেরা তামিম ইকবাল। এদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে সতর্ক বাংলাদেশ। আভাস পাওয়া গেছে এ ম্যাচে দলের ওপেনিংয়ে পরিবর্তন আনা হচ্ছে।