বাংলাদেশকে নিয়ে যা বললেন নিকোলাস পুরান

আইকোনিক ফোকাস ডেস্কঃ টানা দুটি ম্যাচ হেরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করা নিয়ে শঙ্কায় আছে ওয়েস্ট ইন্ডিজ। একই অবস্থা বাংলাদেশেরও। শুক্রবার (২৯ অক্টোবর) সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল।

আর এই ম্যাচে ক্যারিবীয়রা কাজে লাগাতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ম্যাচ পূ্র্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে পুরান বলেন, আমি বাংলাদেশে কিছু সময় কাটিয়েছি, শুধু আমি না আমাদের দলের অনেকেই। ওদের সঙ্গে আমাদের ভাল বন্ধুত্ব আছে। এটা বিভিন্ন কন্ডিশনে ওদের থেকে শিখতে এবং বুঝতে সাহায্য করে।

তিনি আরো বলেন, ম্যাচের আগে ওরা কি করবে বা করতে পারে তা বুঝাটা ম্যাচে ব্যাটসম্যান বা বোলার হিসেবে আমাদের অনেক সাহায্য করবে।

Leave a Reply

Translate »